সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২৩ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মাজারের দান বাক্স থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

omor faruk
জুন ২৩, ২০১৯ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন একটি মাজারের দান বাক্স থেকে ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফটিক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পান্থপাড়া গ্রামের মৃত নমিরের ছেলে। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক রাজিবুল ইসলামের নের্তৃত্বে রোববার বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানার কামারদহ ইউনিয়নের মেকুরাই

তুলশিপারার তারদহ বিলের পাশে অবস্থিত মাজারের দান বাক্স থেকে উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই তুলশিপারা এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ফটিক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার দেহ তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার

দেওয়া তথ্যের ভিত্তিতে মেকুরাই তুলশিপারার তারদহ বিলের পাশে অবস্থিত মাজারের দান বাক্স থেকে আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাজার কর্তৃপক্ষ জানায়, আটক মাদক ব্যবসায়ী বিভিন্ন টালবাহানা করে মাজারের দান বাক্সের চাবি নিয়ে এ কাজ করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।