ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ভারতে থাকবে কীনা, ঠিক করবে এই নির্বাচন: ফারুক আবদুল্লা

অনলাইন ভার্সন
এপ্রিল ১৪, ২০১৯ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:শুধু রাজনৈতিক দলগুলোর নয়, ২০১৯ লোকসভা নির্বাচনে নাকি ভাগ্য নির্ধারণ হবে জম্মু-কাশ্মীরেরও৷ ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লার অন্তত তেমনই মত৷ তিনি শনিবার এক জনসভায় বলেন সম্মান নিয়ে চিন্তিত কাশ্মীর৷ মানুষ চাইছেন সম্মান নিয়ে বাঁচতে৷ তাই এই লোকসভা নির্বাচনে কাশ্মীরের সম্মান রক্ষা করা হবে কীনা, তার ওপর নির্ভর করছে অনেক কিছু৷

এদিন আবদুল্লা বলেন লোকসভা নির্বাচনের পরেই পরিস্কার হয়ে যাবে, কাশ্মীর আদৌ ভারতের অংশ থাকবে কীনা৷ শনিবার শ্রীনগরের একাধিক জায়গায় সভা করেন ফারুক৷ বাবাদেম্ব, খান্নারের মতো এলাকায় নির্বাচনী সভা করেন তিনি৷ সেখান থেকেই কাশ্মীরের সম্মান রক্ষার আওয়াজ তোলেন ফারুক৷

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের কীরকম সম্পর্ক থাকবে, তা নির্ভর করবে কেন্দ্র সরকারের বিদেশ নীতি ও অবস্থানের ওপর৷ আর তার ওপরেই দাঁড়িয়ে রয়েছে কাশ্মীরের সম্মান ও শান্তি৷ জনসভায় দাঁড়িয়ে কাশ্মীরের শান্তির পক্ষেই এদিন সওয়াল করেন এনসি প্রধান৷

খান্নারের সভায় ফারুক আবদুল্লা বলেন সত্য ও মিথ্যার লড়াই চলছে দেশে৷ এই নির্বাচনেও তার প্রত্যক্ষ প্রভাব রয়েছে৷ দেশের একতা ধরে রাখার লড়াই চলবে এই নির্বাচনে৷ ফলে কেন্দ্রে কোন সরকার আসছে তা গুরুত্বপূর্ণ৷ যদি মানুষ ধর্ম বা জাত পাতের ভিত্তিতে ভোট দেন, তবে তা মারাত্মক ফল আনবে দেশের জন্য৷ এই এনসি নেতার মতে মানুষকে খুব বিচক্ষণতার সাথে ভোট দিতে হবে৷ জাতীয় ইস্যুকে সামনে রেখে ভোট হোক, চাইছেন তিনি৷

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।