ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনার মাঝেই এলো, বৈশাখের হাওয়া

bulbul ob
এপ্রিল ২১, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : পাঠকের লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। এরইমধ্যে বাংলাফ্লিক্স-এর দর্শকরা এটি দেখতে পাচ্ছেন। এবার এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। 

টেলিছবিটির গল্পে দেখা যাবে, সংসার চালাতে গিয়ে বেশ হিমশিম খান শতাব্দী ওয়াদুদ। স্ত্রী বিজরী বরকতুল্লাহ ও সন্তানকে নিয়ে থাকেন বস্তিতে। পান্তা ভাত তো রোজই খেতে হয়। বৈশাখের দিন ছোট ছেলেটি ইলিশ খাওয়ার বায়না ধরে মা-বাবার কাছে।

এদিকে বস্তিতে বসবাসকারী এই পরিবারটির সঙ্গে অলক্ষে একটা যোগসূত্র তৈরি হয় এলাকার শিক্ষিত তরুণ-তরুণী মিশু সাব্বির, শেহতাজসহ আরো কয়েকজনের। এই দুই পক্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৈশাখের হাওয়া’ টেলিছবিটি।

এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতুল্লাহ, মিশু সাব্বির, শেহতাজ, মালিহা, নানজিবা, শ্রাবণসহ অনেকে। 

জি এম আজমের লেখা গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টেলিছবির জন্য ‘নববর্ষ’ নামে একটি গানও তৈরি হযেছে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন চলিত সময়ের কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

খবর২৪ঘন্টা/ বিআ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।