ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসের ৯ কর্মীর মৃত্যু

খবর২৪ঘন্টা ডেস্ক
জুন ৬, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মী নিহত হয়েছেন।

রোববার (৫ জুন) রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আহত ১৫ কর্মীকে সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, রোববার (৫ জুন) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় খবর আসে আমাদের ৫ জন কর্মী মারা গেছেন। পরে দুপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার মারা গেছেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।