ঢাকারবিবার , ৭ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনেও থাকছেন না রাহুল

অনলাইন ভার্সন
জুলাই ৭, ২০১৯ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারতের কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা নিয়ে বহু জল্পনার পর অবশেষে সেই জল্পনা-কল্পনাকেই সত্যি প্রমাণ করে ৩ জুলাই পদত্যাগ করেন রাহুল। ইস্তফার আগে তিনি দলকে জানিয়েও দিয়েছিলেন তার বিকল্প খুঁজে রাখতে।

তার ইস্তফা আটকাতে দল তৎপর হলেও শেষপর্যন্ত দলের প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট নির্বাচনের বৈঠকেও রাহুল গান্ধী থাকছেন না। তিনি সাফ জানিয়েছেন, নতুন নেতা অনুসন্ধানের প্রক্রিয়ায় তিনি থাকতে রাজি নন।

শুধু রাহুলই নন, তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সোনিয়া গান্ধীর পর কংগ্রেস প্রধানের দায়িত্ব নেন রাহুল গান্ধী। তবে দুবছরের মধ্যে, লোকসভা নির্বাচনে দলের আশানুরুপ ফল না হওয়ার দায়িত্ব নিজে কাঁধে নিয়ে ইস্তফার সিদ্দান্ত নেন রাহুল। চলতি সপ্তাহেই এই পদ ছাড়েন তিনি। আর তারপর থেকেই কংগ্রেস প্রেসিডেন্টের পদ নিয়ে জল্পনা শুরু হয়।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।