সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

এবার মঙ্গলগ্রহে পাঠানো হবে টেসলার গাড়ি

R khan
জানুয়ারি ১৩, ২০১৮ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মঙ্গলগ্রহ পাঠানো হবে স্পেসএক্স কোম্পানির তৈরি করা টেসলার ‘রোডস্টার’ মডেলের একটি গাড়ি।টেসলার রোডস্টার গাড়ি বিশ্বের দ্রুততম ইলেকট্রনিক গাড়ি। একবার চার্জ দিলে এই গাড়ি ১ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মঙ্গলগ্রহের পরিবেশে এই গাড়ি কীভাবে কাজ করে তা পরীক্ষা করে দেখার জন্য গাড়িটি সেখানে পাঠানো হচ্ছে। ২০২০-এর মধ্যে মঙ্গলগ্রহে মানুষের বসবাস করার উপযোগী ঘর তৈরি করার পরিকল্পনার অংশ হিসেবে গাড়িটি মঙ্গলগ্রহে পাঠানো হচ্ছে।

যে রকেটে করে পাঠানো হবে গাড়িটি তার নাম ‘ফ্যালকন হেভি’। এটি বর্তমানে স্পেসএক্স কোম্পানির এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রকেট।এই রকেট বর্তমানে নাসার স্পেস সেন্টারে রাখা আছে। সেখানে এটির ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছে। স্পেসএক্স কোম্পানি জানায়, চলতি মাসের শেষে এই রকেট মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।