ঢাকামঙ্গলবার , ২১ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

উগান্ডায় অর্ধশত ফুটবলারসহ নৌকাডুবি, নিহত ৯

অনলাইন ভার্সন
মে ২১, ২০১৯ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: উগান্ডার পশ্চিমাঞ্চলে অর্ধশতকের বেশি ফুটবলার ও অনেক সমর্থকসহ এক নৌকা ডুবির ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অনেক মানুষ নিখোঁজ বলে জানা গেছে।

রোববার পশ্চিম উগান্ডার হোয়মার জেলার লেক আলবার্টে এ প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থা বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বোঝাই ও বিরূপ আবহাওয়ার কারণে নৌযানটি উল্টে যায়। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় দুটি ফুটবল দল নৌকাযোগে পাশেই রানগা অঞ্চলে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছিল। ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কাঠের তৈরী নৌকাটি উল্টে যায় বলে জানা যায়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আশেপাশের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩২জনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজদের আত্মীয়স্বজন উৎকণ্ঠা নিয়ে তীরে অপেক্ষা করছেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও মিলিটারি মেরিন উইনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে। এরই মধ্যে নয়জনের মৃতদেহ উদ্ধার করেছে তারা।

এর আগে ২০১৬ সালে লেক আলবার্টে নৌকা ডুবির ঘটনায় ৩০ জন ফুটবলার ও সমর্থক প্রাণ হারান।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।