ঢাকাশুক্রবার , ৩১ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় সড়কে ঝরেছে ২৫৯ প্রাণ

অনলাইন ভার্সন
আগস্ট ৩১, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক: ঈদুল আযহায় দেশের সড়ক-মহাসড়কে ২৩৭টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত ও ৯৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানায়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদযাত্রার শুরুর দিন ১৬ আগস্ট থেকে ঈদের পর ২৮ আগস্ট পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।’

তিনি জানান, ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনা ১৪.৪৪ শতাংশ, প্রাণহানি ২৩.৫৯ শতাংশ এবং আহতের সংখ্যা ২৪.১১ শতাংশ কমেছে। তবে গতবছরের ঈদুল আযহার তুলনায় নিহত ১৩.৫০ শতাংশ এবং আহত ১১.৬৭ শতাংশ বেড়েছে।

গত রোজার ঈদের পর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত এবং ১২৬৫ জন আহতের তথ্য দিয়েছিল।

সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান খান, আইনজীবী জোতির্ময় বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু, আমাদের এখানে সড়ক দুর্ঘটনা নিয়ে বেশি কথা বলার কারণ আমাদের এখানে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর অর্ধেক চাইলে এড়ানো যেতো।’

তিনি বলেন, ‘বাংলাদেশে দুই ঈদের মৌসুমে নগর থেকে গ্রামের বাড়িতে যায় কোটি মানুষ। ফলে ওই সময় সড়ক-মহাসড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি চাপ থাকে। ফিটনেসহীন যানবাহন, বেপরোয়া চালনার পাশাপাশি সড়কের দুরবস্থার কারণেও ওই সময় দুর্ঘটনা ও প্রাণহানি অনেক বেড়ে যায়।’

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।