ঢাকাশনিবার , ৩০ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইরানে বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩০, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজে রয়েছেন ১৬ জনেরও বেশি মানুষ।

শনিবার (৩০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার ভারী বৃষ্টির কারণে দেশটির ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যা দেখা দিয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে গেছে। অনেক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের খুঁজতে কাজ করছে উদ্ধারকারীরা।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকায়। ওই এলাকায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে গত শনিবার (২৩ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : রয়টার্স

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।