সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৯ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে সড়ক অবরোধে পুলিশ-ছাত্রলীগের বাধা

R khan
এপ্রিল ৯, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া সড়ক অবরোধে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোটা সংস্কার এবং পাঁচ দফা দাবিতে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো ইবিতেও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করতে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের কর্মী এবং পুলিশ বাধা দেয় শিক্ষার্থীদের। পরে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে হাজারো শিক্ষার্থী।

এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘কোটা প্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কোটা বাতিল নয়, আমরা সবার ন্যায্য অধিকার চাই। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।