ঢাকাবুধবার , ৬ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আরএমপির বিশেষ টিম সিআরটি’র ৩য় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন

R khan
মার্চ ৬, ২০১৯ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সোয়াতের আদলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি’র তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আরএমপির পুলিশ লাইন মাঠে তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের মহড়া ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম প্রধান অতিথি থেকে সনদপত্র তুলে দেন। এর আগে ডাকাত দল ধরার বিশেষ পদ্ধতির মহড়া প্রদর্শন করা হয়। প্রধান অতিথি বলেন, নগর পুলিশকে বিশ^মানের করতে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই টিম যেকোনো পরিস্থিতি ও সংকট মোকাবেলায় মাঠে কাজ

করবে। সিআরটি টিমের সদস্য সংখ্যা ২৩ জন। এরমধ্যে একজন এডিসি, ২ জন এসি, ২ জন পরিদর্শক, ৫ জন এসআই, ৩ জন নায়েক ও ৯ জন কন্সটেবল রয়েছে। এই টিম প্রথম পর্যায়ে ২০১৮ সালের ৮ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টার, জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএ এর তত্বাবধানে প্রশিক্ষণ সম্পন্ন করে। জঙ্গিবাদ দমন, বন্দী জিম্মিদের উদ্ধার করা, সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনা করার প্রশিক্ষণ নিয়েছেন টিমের সদস্যরা। অক্টোবরের ৭ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ২য় পর্যায়ের

প্রশিক্ষণ দেওয়া হয় এবং ফেব্রয়ারী মাসের ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত তাদের ৩য় পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়। এটিএ প্রোগামের প্রধান প্রশিক্ষক বেন কিরিংস্কি ও সহকারী প্রশিক্ষক জন বোয়াজ এই টিমের প্রশিক্ষণ দেন। নতুন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরএমপির শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ, ডিসি পিওএম সাইফুল ইসলাম, সিআরটির প্রধান এডিসি আব্দুর রশীদ, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম প্রমূখ।

খবর ২৪ ঘণ্টা/আরিএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।