ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

আরএমপি’র উদ্যোগে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” অনুষ্ঠান

অনলাইন ভার্সন
নভেম্বর ৩০, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম এমন উদ্যোগ গ্রহণ করেছেন।
ভবিষ্যতে পর্যায়ক্রমে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” নামক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র এসএসপি (নগর বিশেষ শাখা) আবু আহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোছাঃ শিরিন আক্তার জাহান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা (ডেপুটি কমান্ডার) মোহাম্মদ আলী কামাল মুক্তিযুদ্ধের গল্পের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদ্বয় শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সময়কালীন তাদের বীরত্বপূর্ণ ঘটনাসমূহ ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে শেষে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আরএমপির এমন উদ্যোগকে অভিনন্দন জানান।

 

খবর২৪ঘন্টা/ওফ/নই

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।