1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাহরুখের ভরসাতেই অনুষ্কা কে জিতেছে বিরাট - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

শাহরুখের ভরসাতেই অনুষ্কা কে জিতেছে বিরাট

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: মঞ্চে শাহরুখের সঙ্গে অনুষ্কা৷ মাঝে দাঁড়িয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি৷ মঙ্গলবার বিরুষ্কার মুম্বইয়ের রিসেপশনে সোশ্যাল মিডিয়ার বিচারে এটাই সেরা ফ্রেম৷ কারণটা অবশ্য অন্য৷

এই ফ্রেমেই যে, অনুষ্কার ‘হৃদয়ের পিচে’ শতরান হাঁকালেন কিং কোহলি৷ মঞ্চে দাঁড়িয়ে থাকা অন্য কিংকে একেবারে বোল্ড আউট করে দিলেন ভারত অধিনায়ক৷ কীভাবে?

শাহরুখের সঙ্গে ডান্স ফ্লোরে সেভাবে পাল্লা দিতে পারেননি বিরাট৷ ঐ বিষয়টায় ভারত অধিনায়কের কিছু করার ছিল না, ওটায় বাদশাহই ফেভারিট৷ ডান্স শেষ হতেই মূল মঞ্চে ফিরে আসেন তিনজন৷ তখনই মজার খেলায় শাহরুখকে হারালেন কোহলি৷

চ্যালেঞ্জটা ছিল মুখে না বলে ইশারায় প্রেম নিবেদন করতে হবে৷ আর ডায়লগ বলবেন শাহরুখ নিজেই৷ কথা মতো খেলা শুরু হতেই, শাহরুখ ‘জব তক হ্যায় জান’ সিনেমার বিখ্যাত কবিতাটি শোনান৷ এরপর ইশারাতেই প্রেম নিবেদন করেন কোহলি৷ বিরাটের সেই প্রেমে নিবেদনে মোহিত হয়ে হাসিতে ফেটে পরে গোটা ফ্লোর৷ অনুষ্কা তো শেষটায় হাসবেন্ডের এমন অভিনব প্রোপোসে নিজেকে লুকিয়ে রাখতে না পেরে সবার সামনেই গালে চুমু রেখে মন ভরিয়ে দিলেন বিরাটের৷ এভাবেই অনুষ্কার ‘হৃদয়ের পিচে’ সেঞ্চুরি কোহলির৷

শাহরুখ তো শুধু বাদশা নন, তিনি তো বাজিগরও৷ তাই কোহলির কাছে হেরেও যেন উইনার সেই শাহরুখই৷ আসলে মজার খেলার কোহলিতে প্রম্ট করার সময় ‘জাব তাক হ্যায় জান’ কবিতার শেষ লাইনটাই পাল্টে তিনি ‘জাব তাক হ্যায় খান বলেছিলেন৷ আর এতেই হাসিতে ফেটে পরেছিল নবদম্পতি৷বাদশার ভরসাতেই অনুষ্কা কে জিতেছে বিরাটমঞ্চে বাদশাহ, সঙ্গে অনুষ্কা৷ মাঝে দাঁড়িয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি৷ মঙ্গলবার বিরুষ্কার মুম্বইয়ের রিসেপশনে সোশ্যাল মিডিয়ার বিচারে এটাই সেরা ফ্রেম৷ কারণটা অবশ্য অন্য৷

এই ফ্রেমেই যে, অনুষ্কার ‘হৃদয়ের পিচে’ শতরান হাঁকালেন কিং কোহলি৷ মঞ্চে দাঁড়িয়ে থাকা অন্য কিংকে একেবারে বোল্ড আউট করে দিলেন ভারত অধিনায়ক৷ কীভাবে?

শাহরুখের সঙ্গে ডান্স ফ্লোরে সেভাবে পাল্লা দিতে পারেননি বিরাট৷ ঐ বিষয়টায় ভারত অধিনায়কের কিছু করার ছিল না, ওটায় বাদশাহই ফেভারিট৷ ডান্স শেষ হতেই মূল মঞ্চে ফিরে আসেন তিনজন৷ তখনই মজার খেলায় শাহরুখকে হারালেন কোহলি৷

চ্যালেঞ্জটা ছিল মুখে না বলে ইশারায় প্রেম নিবেদন করতে হবে৷ আর ডায়লগ বলবেন শাহরুখ নিজেই৷ কথা মতো খেলা শুরু হতেই, শাহরুখ ‘জব তক হ্যায় জান’ সিনেমার বিখ্যাত কবিতাটি শোনান৷ এরপর ইশারাতেই প্রেম নিবেদন করেন কোহলি৷ বিরাটের সেই প্রেমে নিবেদনে মোহিত হয়ে হাসিতে ফেটে পরে গোটা ফ্লোর৷ অনুষ্কা তো শেষটায় হাসবেন্ডের এমন অভিনব প্রোপোসে নিজেকে লুকিয়ে রাখতে না পেরে সবার সামনেই গালে চুমু রেখে মন ভরিয়ে দিলেন বিরাটের৷ এভাবেই অনুষ্কার ‘হৃদয়ের পিচে’ সেঞ্চুরি কোহলির৷

শাহরুখ তো শুধু বাদশা নন, তিনি তো বাজিগরও৷ তাই কোহলির কাছে হেরেও যেন উইনার সেই শাহরুখই৷ আসলে মজার খেলার কোহলিতে প্রম্ট করার সময় ‘জাব তাক হ্যায় জান’ কবিতার শেষ লাইনটাই পাল্টে তিনি ‘জাব তাক হ্যায় খান বলেছিলেন৷ আর এতেই হাসিতে ফেটে পরেছিল নবদম্পতি৷

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST