ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমার ডিভোর্স হয়নি-শাকিবের উদ্দেশে বুবলী

স্পোর্টস ডেস্ক
মে ১০, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

সদ্য দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন শাকিব খান। এটাও জানান যে, তার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলে জানান তিনি।

শাকিবের সেই সাক্ষাৎকারটি বুবলীর চোখ এড়ায়নি। স্বাভাবিকভাবে তিনি কথাগুলো সহজভাবে নেননি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। শাকিব সব শেষ বললেও বুবলী জানালেন, এখনও তাদের ডিভোর্স হয়নি।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বুবলী লেখেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদসহ একসাথে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি। গান শুনেছি। আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি। একসাথে খাবার খেয়েছি। আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি। টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী -এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি- এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?

২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।