ঢাকারবিবার , ১১ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ’র উদ্বোধন

omor faruk
নভেম্বর ১১, ২০১৮ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ২৭ তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৮ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় টেনিস কমপ্লেক্সে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুইয়া, আরএমপির উপ-

পুলিশ কমিশনার সাজিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাশ আলী। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ৯টি দেশের মোট ৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এতে ২০ জন কোট ম্যানেজার অংশগ্রহণ করবে। বাংলাদেশ হতে ১৫ জন বালক ও ৪ জন বালিকা, ভারত থেকে ২৩ জন বালক ও ১৬ বালিকা, চীন হতে ৩ জন বালক ও ৭ বালিকা, মালেশিয়া থেকে ১ জন বালক ও ১ জন বালিকা, দক্ষিণ কোরিয়া থেকে ২ জন বালক, চায়নিজ তায়েফে থেকে ৩ জন বালক ও

৬ জন বালিকা। অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের আরিয়ান জাবেরী। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ৫২৬ এবাং বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের দ্বীপ শিখা শ্রীরাম। আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ৮৪৬। রেফারি মনোনীত হয়েছেন জয় মুখার্জি। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাচ রেফারি। আগামী ১৭ নভেম্বর এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খবর ২৪ ঘন্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।