ঢাকারবিবার , ১১ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ভার্সন
নভেম্বর ১১, ২০১৮ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট হেরে ইতিমধ্যে ১-০ তে পিছিয়ে রয়েছে। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।

সিলেট টেস্টে হারের প্রধান কারণ ছিল খেলোয়াড়দের পিচের ধরন বুঝতে না পারা। সে কারণে আজ পিচের ধরন কেমন হবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহ ও উৎকণ্ঠার শেষ নেই। ভক্ত ও সমর্থকরা পিচ নিয়ে চিন্তা করলেও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পিচ নিয়ে কিছু ভাবছেন না। প্রথম টেস্টে পিচ নিয়ে অতিরিক্ত ভেবে জিম্বাবুয়ের কাছে মাত্র সাড়ে তিনদিনেই টেস্ট হারে বাংলাদেশ। সে কারণে পিচ নিয়ে ভাবতে চাননা রিয়াদ।

শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সাংবাদিকদের জানান, ‘আমরা আগে থেকে মাথায় কিছু ধারণ করে পিচে যাব না, পিচ কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। আমরা আমাদের খেলাগুলো যদি ঠিকভাবে খেলতে পারি তাহলে পারফরম্যান্স আসবে। ম্যাচের আগে এখন এই জিনিসগুলোই আমাদের মাথায় কাজ করছে।’

সবশেষ আট টেস্ট ইনিংসে ২০০ ছুঁতে পারেনি বাংলাদেশ, টাইগাররা চাইবে এই টেস্টে নিজেদের ভালোভাবে মেলে ধরতে।

খবর২৪ঘণ্টা, /জেএন        

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।