খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ডাইলার মোড় নামক এলাকায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মজিদ, বয়স ৫৫ বছর। সোমবার সকাল সোয়া ১০টার দিকে পুলহাট-মালিগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল। পথে ডাইলার মোড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে ফেলে রাখা বালুতে পিছলে বাইসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুল উপজেলার শশরা ইউনিয়নের ফুলতলা জড়িপাড়া গ্রামের বাসিন্দা।
খবর২৪ঘণ্টা.কম/নজ