খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় হবিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিবুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর শুকানী গ্রামের সাহেদ আলীর ছেলে।
তার পরিবারের লোকজন জানায়, হবিবুর রাস্তা দিয়ে হাটার সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীতে আসা একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা হবিবুরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. শান্ত তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মাইক্রোবাসটি আটক করে বালিয়াডাঙ্গী থানা হেফাজতে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ