খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার মলানখুঁড়ি গ্রামে এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখুঁড়ি গ্রামের এক গৃহবধূকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর হাত-পা বেঁধে পালিয়ে যায় তারা।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী ব্যবসায়ীক কাজে ঢাকা গিয়েছিলেন। তার দুই ছেলে ও মেয়ে জেলা শহরের মাদ্রাসাপাড়া মহল্লায় বসবাস করে। বাড়িতে ছেলে-মেয়ে ও স্বামী না থাকার সুযোগে সন্ত্রাসীরা রাশেদাকে ঘরের দরজা কেটে বের করে নিয়ে যায়।
ওই গৃহবধূর মেয়ে জানান, তার দাদী ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় রাশেদাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. এমএম রেজা বলেন, ধর্ষিতার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ