খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য জাকির হোসেন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ডিসি রাস্তার শিবেরডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাহদুদ হাসান প্রিন্স (২২), নাঈম (২২) ও জুয়েল (২০)।
জাকির উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের আব্দুল মমিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাকির দুই বছর ধরে গাজীপুরে অবস্থিত সেনা নিবাসের ৩৬ আর্টিলারিতে কর্মরত ছিলেন। অসুস্থ বাবাকে দেখতে ছুটিতে বাড়িতে আসেন তিনি। দুপুরে চার বন্ধু মিলে দু’টি মোটরসাইকেল যোগে উপজেলার রাজিবপুরে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তিনি। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ