খবর ২৪ঘণ্টা ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের নিচে চাপা পড়ে রমানাথ রায় (৩০) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রমানাথ রায়ের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহিতে। তিনি সৈয়দপুর শহরের একটি প্লাইউড ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই