খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদীর ব্রিজ ভেঙে কয়লাবাহী ট্রাক নিচে পড়ে চালকসহ ৩ জন আহত হয়েছেন। এর ফলে ঠাকুরগাঁও শহরের সঙ্গে জেলার ফাড়াবাড়ি এবং পঞ্চগড়ের রানীগঞ্জ ও আটোয়ারী উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় কয়লাবাহী একটি ট্রাক শহর থেকে বরুনাগাঁও যাচ্ছিল। অতিরিক্ত কয়লা নিয়ে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি পার হওয়ার সময় ট্রাকটি ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ