খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে সজীব (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈয়দপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটি ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল।
শিশু সজীব একই এলাকার মনসুর আলীর ছেলে। সে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ২৬ নভেম্বর স্থানীয় রূপসী বাংলা রেস্তোরাঁর কাছে একটি অনুষ্ঠানে গিয়ে সজীব নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় ও তাদের বাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ