সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২১ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে

omor faruk
নভেম্বর ২১, ২০১৮ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। বুধবার সকাল ৯ টায় নগরীর শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের ন্যায় গাউছিয়া কমিটি মহানগর শাখার উদ্দোগে এবারো ভাবগাম্ভির্য ও জাকজমকভাবে ধর্মীয় মিছিল বের করা হয়।

মিছিলটি শিরইল কলোনী ৪নং গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি, পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন, শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আতাউল মোস্তাফা কাদেরী। মিছিল শেষে মসজিদে ফিরে মিলাদমাহফিল ও দোয়া খায়ার করে তাবারুক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহজাহান আলী, প্রচার সম্পাদক খালেদ হোসেন ভোলা, আজাহার আলী, মাহবুব আলম, এ্যাড. আলী সিদ্দীক, জমসেদ আলী, আসলাম, নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ।

খবর ২৪ ঘন্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।