ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
আজকের সর্বশেষ সবখবর

৯৯৯-এ কল করেও বাঁচানো গেল না আদুরীকে

অনলাইন ভার্সন
মার্চ ১৫, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্ত্রী আদুরী বেগমকে (২১) হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। আটককৃত আতিয়ার রহমান (২৪) ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌতুকের কারণে পারিবারিক সমস্যা লেগেই থাকত। রোববার (১৪ মার্চ) মধ্যরাতে আতিয়ার রহমান তার স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করেন। এ সময় এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯-এ কল করে সহায়তা চান। কিন্তু পুলিশ সেখানে সময়মতো পৌঁছাতে পারেনি বলে জানা গেছে। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই রাতে অভিযান চালিয়ে স্বামীকে আটক করা হয়।

নিহত আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, ৪ বছর আগে আতিয়ারের সাথে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী। যৌতুকের কারণে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত তার মেয়েকে। তারা সংসার টিকিয়ে রাখার জন্য কখনো মুখ খুলতেন না।

এ ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।