ঢাকাশনিবার , ৯ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১০ লাখ মুসলমানকে হজের অনুমতি দেবে সৌদি আরব

খবর ২৪ ঘণ্টা ডেস্ক
এপ্রিল ৯, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারিতে দুই বছর সীমিত পরিসরে হজ পালন করা হয়েছে। তবে এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা যায়।

সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে; কিন্তু ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে করোনাভাইরাস মহামারি হানা দেওয়ার পর সৌদি আরব বিদেশিদের জন্য হজের দরজা বন্ধ করে দেয়। ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা নিয়ে সীমিত পরিসরে পালিত হয় মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন।
এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আরব নিউজ জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবেন। তবে অবশ্যই দুই ডোজ করোনা টিকা নেওয়া থাকতে হবে।

বিএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।