ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টসহ সব আদালতে ছুটি বাড়লো

khobor
এপ্রিল ৬, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

থবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত ছুটির সঙ্গে মিলিয়ে তৃতীয় দফায় বাড়লো সুপ্রিম কোর্টসহ সব আদালতের ছুটি।

আগামী ১২ ও ১৩ এপ্রিল সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি।

বর্ধিত ছুটির বিষয়টি হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্ট প্রশাসন ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনার বিস্তার রোধে তৃতীয় দফায় রবিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এর আগে প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়।

সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১১৭ জন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।