1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুন্দরগঞ্জ পৌরসভার সকল সেবা বন্ধ: ভোগান্তিতে পৌরবাসী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জ পৌরসভার সকল সেবা বন্ধ: ভোগান্তিতে পৌরবাসী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলা, ২০১৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা ও সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার সকল প্রকার সেবা বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশের ৩২৮টি পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা ও সকল কর্মকর্তা- কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

এ দাবি আদায়ের লক্ষ্যে সুন্দরগঞ্জ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা ঢাকায় অবস্থানের ফলে রোববার সকাল থেকে পৌরসভার ময়লা-আবর্জনা পরিস্কার না করা, সড়ক বাতি না জ্বালানোসহ অন্যান্য সকল প্রকার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পৌরবাসী।

এদিকে, ২২জুলাই পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্র নিয়ে নাগরিকরা পড়েছেন বেকায়দায়। স্বাস্থ্যসেবা শাখা বন্ধ থাকায় নাগরিকরা তাদের জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্র উত্তোলন করতে পারছেন না।
এবিষয়ে পৌর স্বাস্থ্য-সহকারী রাকিব-উল-আলম মুঠোফোনে বলেন, দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় অবস্থান করায় নাগরিকদের এ ভোগান্তি সৃষ্টি হয়েছে।

পৌরসভা হিসাবরক্ষক আশরাফুল মওলা মুঠোফোনে জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সুন্দরগঞ্জ পৌরসভার সকল প্রকার সেবা বন্ধ থাকবে।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেন, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। এ কারণে পৌরসভার সকল সেবা বন্ধ থাকায় পৌরবাসী সাময়িক বিড়ম্বনায় পড়েছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST