ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে তিন ডেঙ্গু রোগী সনাক্ত

khobor
আগস্ট ১৮, ২০১৯ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার থেকে রবিবার পর্যন্ত ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরা হলেন পৌরসভাধীন বামনজল মহল্লার মৃত নছর উদ্দিনের ছেলে তোজাম্মেল হক (৫০), ধর্মপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ডেনিস (১৮) ও বাছহাটী গ্রামের সুমন সরকার (২৫) । তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইয়াকুব আলী মোড়ল ৩ জন ডেঙ্গু রোগী শনাক্তের সত্যতা স্বীকার করে জানান, এরা সকলেই ঢাকা থেকে ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ডেঙ্গু ডিভাইজ(কীট) মজুদ রয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।