ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গু‌লি‌বিদ্ধ ভারতীয় রাখাল আটক

অনলাইন ভার্সন
জুলাই ১৫, ২০১৯ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করা গুলিবিদ্ধ এক ভারতীয় গরু রাখালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার দিবাগত রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক গরু রাখাল মফিজুল সরদার (২৩) ভারতের উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর থানার বড় বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

বিজিবি জানায়, রোববার দুপুরে ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের ৮/৪-এস নং পিলারের কাছ দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে শূন্য লাইন পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ওই রাখালকে আটকের জন্য বিএসএফ টহল দল ধাওয়া করে। বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপি’র কর্তব্যরত টহলদল তাকে ওই এলাকা থেকে আটক করে।

বিজিবি আরও জানায়, আটক রাখালের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।