ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ভার্সন
জানুয়ারি ১৫, ২০২০ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশার দাপট বেড়েছে উত্তর ও মধ্যাঞ্চলে। এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়ছে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যান চলাচল।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি, পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরীয়তপুর রুটে বন্ধ আছে ফেরি চলাচল। ঠাণ্ডার মধ্যে ঘাটে আটকে থেকে কষ্ট পাচ্ছেন চালক ও যাত্রীরা।

এদিকে ঘন কুয়াশা আর হিমেলে বাতাসের কারণে দুর্ভোগের শিকার ছিন্নমূল ও হতদরিদ্ররাও। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।