সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভিজিএফ চাল নিতে জালিয়াতির অভিযোগে এক যুবক আটক

অনলাইন ভার্সন
আগস্ট ৪, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল নিতে এসে জালিয়াতি করার অভিযোগে মো. ইমন (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সুত্রে জানা গেছে, খামারকান্দি ইউনিয়নের দরিদ্রদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রবিবার সকাল ১০টায় ভিজিএফ এর চাল দেয়ার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি চলে যাবার পর বেলা ১২টার দিকে ইমন নামের ওই যুবক ভূয়া কার্ড দিয়ে চাল নিতে চাইলে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পরিষদের রাখা হয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসে। আটক যুবক খামারকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।