ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জীবানুনাশক পানি ছিটানো ও লিফলেট বিতরণ

khobor
মার্চ ৩১, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: করোনা ভাইরাসে আতংক নয় চাই সচেতনতা এই লক্ষ্যকে সামনে রেখে ব্র্যাক বগুড়ার শেরপুর এলাকার এলাকা ব্যবস্থাপক হাসানুল কবীর এর উদ্যোগে ব্র্যাক এর অর্থায়নে এবং শেরপুর জনপ্রশাসনের সহায়তায় শেরপুর পৌর এলাকায় ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে জীবানু নাশক পানি ছিটানো হয়। এছাড়া ব্র্যাক নির্বাহী পরিচালক এর এজেন্ডা ৫০ লক্ষ জনগন কে সচেতন করার অংশ হিসেবে পরিস্কার পরিছন্নতা এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্র্যাক কর্মীগন শেরপুর উপজেলায় ব্র্যাক প্রদত্ত¡ লিফলেট ও মোবাইল যোগাযোগের মাধ্যমে প্রায় ৫০ হাজার জন সাধারনকে সচেতন করা হয়। প্রতিদিন ৬ টি মাইক এর মাধ্যমে জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতীর করোনা সচেতনতা বিষয়ক গানের মাধ্যমে জনগন কে সচেতন করার কাজ চলমান রেখেছে।
উক্ত জীবানু নাশক পানি ছিটানোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক নর্থ ওয়েষ্ট ডিভিশন এর ডিভিশনাল ম্যনেজার কে এ রহমান।
আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুবির কুমার সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক সিডিপি শাহেদুল ইসলাম, ক্লাষ্টার ম্যনেজার মনিটর রওশন আলম, ব্রাক মনিটর মেহেদী হাসান, ফিল্ড কো-ওর্ডিনেটর বি এইচ পি রেদওয়ান চৌধুরী, এলাকা ব্যবস্থাপক প্রগতি জয়নাল আবেদীন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আলমগীর কবীর, শাখা ব্যবস্থাপক সুজন কুমার কুন্ডু প্রমুখ।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।