সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বজয়ের পর গত এপ্রিলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

আজ ফিফা প্রকাশিত সবশেষ হালানাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে থেকেই বছর শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১৮৫৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান যথারীতি পঞ্চমে। এদিকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই রয়েছে। জামাল ভূঁইয়ার দল আছে ১৮৩ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরে ব্রাজিল রয়েছে পাঁচে। যেখানে তাদের রেটিং পয়েন্ট।

এদিকে তিন ও চারে ইংল্যান্ড ও বেলজিয়াম। সেরা দশে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও রয়েছে সাতে। প্রথম ১০ দলের তালিকায় আট, নয় ও দশে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

বিএ..

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।