ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনায় গেল আরো ৮ জনের প্রাণ, শনাক্ত ৩০০

khobor
মে ৩১, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জনের মৃত্যু ও নতুন করে ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত শুরু হওয়ার পর থেকে এদিন দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয় বিভাগে। এর আগে রোববার সর্বোচ্চ ৩৩৭ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। তার আগে সর্বোচ্চ ২৮০ থেকে ২৯০ জনের করোনা হয়েছিল। যদিও আগের বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৪৭৫ জনে। এদিন আগের দিনের থেকে ৩৯ কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮১৬ জনের। জেলায় এদিন ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৭ হাজার ১৯৩ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৩ জন, পুঠিয়া উপজেলায় ১৬৯ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১৪১ জন, মোহনপুর উপজেলায় ১৬৫ জন, তানোর উপজেলায় ১৩৭ জন, পবা উপজেলায় ৩৫১ জন ও গোদাগাড়ীতে ১৭০ জন। জেলার ৯টি উপজেলায় ১৬২৩ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩০০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৪৭৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৮ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩১ হাজার ৪৭০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮৮১৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৮৪৯ জন, নওগাঁ ২২৩২ জন, নাটোর ১৭৪৭ জন, জয়পুরহাট ১৭৪০ জন, বগুড়া জেলায় ১২ হাজার ২৭৯ জন, সিরাজগঞ্জ ৩৬৭০ জন ও পাবনা জেলায় ৩১১১ জন। মৃত্যু হওয়া ৫৫৮ জনের মধ্যে রাজশাহী ৮৬ জন, চাঁপাইনবাগঞ্জে ৩৭ জন, নওগাঁ ৪০ জন, নাটোর ২৪ জন, জয়পুরহাট ১২ জন, বগুড়া ৩১৩ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭২ হাজার ৯৩৯ জন।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।