সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৭ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর মোহনপুরে ছাগল ও কুচিয়ার ব্রিডিং খামার উদ্বোধন

R khan
মে ৭, ২০১৮ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোহনপুর প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শতফুল বাংলাদেশ’-এর উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ÒLearning And Innovation Fund To Test New Ideas (LIFT) কর্মসূচির আওতায় ‘ব্ল্যাকবেঙ্গল ছাগলের ব্রিডিং খামার’ ও ‘কুচিয়া মাছের ব্রিডিং খামার’ উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা ৩ টায় শতফুল বাংলাদেশ সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও ছাগল পালন খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা। প্রধান অতিথি উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) এ কে এম ফয়জুল হক, শতফুল বাংলাদেশ এর সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোল্লা, সাবেক সভাপতি রেজাউল করিম, বাগমারা গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু এবং শতফুল বাংলাদেশ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ‘ব্ল্যাকবেঙ্গল ছাগলের ব্রিডিং খামার’ ও ‘কুচিয়া মাছের ব্রিডিং খামার’ উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন এবং খামার প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন। মতবিনিময় সভা শেষে ২ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১ লক্ষ টাকার চেক প্রদান হয় এবং সুফলভোগী সদস্যদের মাঝে ছাগল, কুচিয়া, ঘাসের কাটিং, টার্কির বাচ্চা, খেপলা জাল এবং স্যানিটারি ল্যাট্রিন-এর উপকরণ এবং বিতরণ করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।