ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

omor faruk
আগস্ট ৩১, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, সোমবার নিউ মার্কেটের সামনে থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এরপর নিউ মার্কেট থেকে অলকার মোড়, রাণীবাজার, গণকপাড়া, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে আরডিএ এর সামনে দিয়ে মনিচত্বর, ফায়ার সার্ভিস মোড় হয়ে সিএন্ডবি মোড় থেকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে দিয়ে কোর্ট হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৭টি মামলা দায়ের করা হয়। ৩৭টি মামলা এক লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করে তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। অভিযানকালে রাস্তা ও ফুটপাতে মাইক্রোবাস, কার ও মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি অবৈধ পার্কিংয়ের দায়ে মামলা দায়ের করা হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।