ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

omor faruk
নভেম্বর ১৩, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে চারজন আহত ও একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল এলাকার মৃত আবুল কালামের ছেলে ও আ’লীগ নেতা আনোয়ার হোসেন রাজার ভাই সানোয়ার হোসেন রাসেল মিয়া (২৮)। আহতরা হলেন, বোয়ালিয়া থানা আ’লীগ নেতা আনোয়ার হোসেন রাজা (৪২) ও শিরোইল এলাকার রবিউলের ছেলে মনা (২৬)। এছাড়াও সুজন গ্রুপের আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, বুধবার দুপুরে রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগ

নেতা রাজা ও সুজন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এতে আ’লীগ নেতা রাজা ও তার ভাই ছুরিকাঘাতে আহত হয়। এ ছাড়াও মনা নামের একজন ও সুজন গ্রুপের আরো দু’জন আহত হয়। পরে আহতদের মধ্যে রাসেলসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতা রাজার ভাই সানোয়ার হোসেন রাসেল বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায়। পরে নিহতের লাশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার

ওসি সাইদ ইকবাল বলেন, টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে তারা আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে রাসেলসহ কয়েকজন আহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় এখনো কোন মামলা হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।