ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কাভার্ড ভ্যানে ভুয়া নম্বর ব্যবহার করে প্রতারণা: আটক ১

khobor
ডিসেম্বর ১০, ২০১৯ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় কাভার্ড ভ্যানে ভুয়া নম্বরপ্লেট ও কাগজপত্র ব্যবহার করে গাড়ী চালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃ ব্যক্তি হলো, নড়াইল জেলার ভুইয়াবাড়ি এলাকার মোতালেবের ছেলে লাবলু। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানানো হয়, চলতি মাসের ৯ তারিখ সোমবার পবা থানাধীন নওহাটাস্থ রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে গিয়ে আটক আসামী লাবলু ও তার সহযোগীসহ

ভুয়া নাম্বার প্লেট কাভার্ড ভ্যানে লাগিয়ে ও ভূয়া কাগজপত্র ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে উপস্থাপন করে ২১ টন আলু নিয়ে বরিশালে যাওয়ার জন্য মালামাল চালান কপি সংগ্রহ করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পবা থানা পুলিশ লাভলুকে আটক করে ও তার সহযোগী দু’জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । তাদের বিরুদ্ধে পবা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা একটি জালিয়াতি ও প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।