দেশের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনার পর এবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বটের বাজার মাঝিপাড়া ও করিমগঞ্জের কসবা হিন্দু জেলে পল্লী সহ দুটি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বটের হাট নামক এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হামলাকারীরা ১৫ থেকে ২০টি বাড়িঘর পুড়িয়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে এক হিন্দু যুবক ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন- এমন কথিত অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ওই যুবকের বাড়ির নিরাপত্তা দিতে পারলেও বেশ কিছু দূরে ১৫-২০টি বাড়িঘরে আগুন দেয় উত্তেজিতরা। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।