ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে পুলিশ নিয়োগে ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

খবর২৪ঘন্টা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় রংপুর জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, রংপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের ‘শারীরিক সহনশীলতা পরীক্ষাথয় কৃতকার্যেদর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে লিখিত পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরু হলে পরীক্ষকগণ ৭টি কক্ষ থেকে মোট ৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ। পরে জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, দিনাজপুরের রতন লালের ছেলে পিন্টু লাল(২৬), রংপুর কাউনিয়ার ইদ্রিস আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), রংপুর সদরের মোস্তাকিমের ছেলে জাকারিয়া রিপন (২৮), মিঠাপুকুরের শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), পীরগঞ্জের জয়নাল আবেদীনের ছেলে জাবের আলী(২৫), মিঠাপুকুরের মেহেদী হাসানের ছেলে ফুয়াদ হাসান(২২), ঠাকুরগাঁও এর তরুনী সরকারের ছেলে পরিমল সরকার(২৮), মিঠাপুকুরের গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ(১৯), পীরগঞ্জের খাজা নাজিমুদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)।

আটককৃতদের রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।