ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল: ড. কামাল

অনলাইন ভার্সন
মার্চ ৮, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক:গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত। কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার ওপর রাষ্ট্রও চলতে পারে না।’

শুক্রবার (৮ মার্চ) মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কামাল হোসেন মন্তব্য করেন, দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোনও সুযোগ নেই। তিনি মহানগর নেতাদের উদ্দেশে বলেন, ‘অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে। মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’

কামাল হোসেন বলেন,  ‘জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।’
ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভা ইডেন কমপ্লেক্সস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন– সাইদুর রহমান সাইদ,

আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম শফিউর রহমান খান বাচ্চু, মো. আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।