ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় কীর্তনখোলা-ফারহান লঞ্চের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

অনলাইন ভার্সন
জানুয়ারি ১৩, ২০২০ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: মেঘনা নদী‌তে ব‌রিশাল থে‌কে ঢাকাগামী দুই ল‌ঞ্চের সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে একটি শিশু ও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে। তাৎক্ষাণকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতরা সবাই বরিশাল-ঢাকা রুটের কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী বলে জানা গেছে।
রোববার দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-ব‌রিশাল নৌ রু‌টের মা‌ঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে ।

চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের ও কীর্তনখোলা ১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গে‌ছে, কীর্তনখোলা-১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রাত ৯টার দিকে সাতশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এবং ভান্ডা‌রিয়ার হুলারহাট থে‌কে ফারহান-৯ লঞ্চ‌টিও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কীর্তনখোলা-১০ ল‌ঞ্চের ম্যা‌নেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তণনখোলা লঞ্চ‌টির মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দেয়।
জানা গেছে, আহতদের চাঁদপুরে চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত লঞ্চের তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।