ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুশফিককে দল থেকে বাদ দেওয়ার হুমকি

khobor
মার্চ ৩, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত পাকিস্তানে না খেলতে গেলেই তাকে বাদ দেওয়া হতে পারে। এজন্য তাকে বোর্ড থেকে চাপও দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত জানুয়ারি মাসে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট খেলতে যাননি মুশফিক। পারিবারিক কারণ দেখিয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রথমে ক্রিকেট বোর্ড সাধুবাদ জানালেও পরে সুর পাল্টে যায়।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও না যাওয়ার কোনো কারণ দেখছেন না বলে মন্তব্য করেছেন।

টেস্টের পরে মুশফিক জানিয়েছিলেন, তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। অর্থাৎ পাকিস্তানে যাবেন না।

পাকিস্তান সিরিজের আগে বিসিবি থেকে ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবি এখন হাঁটছে ভিন্নপথে। পাকিস্তানের বিপক্ষে এপ্রিলের শুরুতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।