সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থী

খবর২৪ঘন্টা ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থী কারাগারে থেকে মুক্তি পেয়েছে।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছালে রাত ১০টার দিকে সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তারা।

এ সময় কারাগারের সামনে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের পরিবার তাদের নিজ জিম্মায় নিয়ে বের হন।

এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক এর আদালতে ৩২ আসামির জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছে। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে গ্রেপ্তার আরও দুই শিশু আসামির জামিন আবেদন শিশু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রোববার (৩০ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। গত সোমবার বিকেলে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।