ঢাকাশনিবার , ১৮ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া যাওয়ার পথে ৪৫ রোহিঙ্গা আটক

অনলাইন ভার্সন
মে ১৮, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের নাগরিক ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই নারী ও শিশু।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকার জানায়, স্টিমারযোগে সাগর পথে তারা মালয়েশিয়া যাওয়া জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে স্টিমার জব্দ করতে পারিনি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। পরে বিস্তারিত জানা যাবে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জানান, দালালদের চিহ্নিত করার কাজ চলছে। তারপর মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দেওয়া হবে।

আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই করে উখিয়া কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।