সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার মহম্মদপুরে ইউপি নির্বাচনে আতঙ্কে ভোটাররা

bulbul ob
নভেম্বর ৮, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন মাগুরার মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এলাকার স্থানীয় প্রভাবশালী বিএনপির কিছু সক্রিয় ক্যাডার বাহিনী। নির্বাচনকে কেন্দ্র প্রতিনিয়তই হামলা-সংঘর্ষ ও ভয়ভীতির প্রদর্শনের ঘটনা ঘটছে অভিযোগ উঠেছে। আসন্ন নির্বাচন ঘিরে আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মাঝে।

এলাকাবাসির অভিযোগ, ইউপি ভোটের আগেই সন্ত্রাসীরা উত্তপ্ত করতে মরিয়া হযে উঠেছে নির্বাচনী এলাকা। এরা ভাড়াটিয়া হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে। এদিকে, মাগুরার মহম্মদপুর উপজেলা নহাটা ইউনিয়ন এলাকায় বেশ কিছু সন্ত্রাসী ক্যাডারবাহিনী নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদানসহ সংঘর্ষের পরিকল্পনা করছে এরা সকলেই প্রশাসনের কালো তালিকা ভুক্ত। এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের সমর্থক ছাড়া বর্তমানে তাদের ভয়ে এলাকাতে অন্য কোন প্রার্থীরা দিনে ও রাতে নির্বাচনী প্রচার প্রচারনা করতে পারছে না অভিযোগ করছেন।

বর্তমানে তারা ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের কাজ করছে। এসব সক্রিয় সদস্যরা ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে সবসময় । তবে এদের নেপথ্যে আশ্রয়দাতা ও গডফাদার হিসেবে রয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ক্যাডারদের তালিকা ধরেই দ্রুত এ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

ইসির কর্মকর্তারা বলেছেন, ইউপি নির্বাচনে মাগুরায় সহিংসতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। নাশকতা, হামলা সন্ত্রাসী কর্মকান্ডে প্রাথমিক ভাবে তথ্য থাকলে প্রশাসন অবহিত করার জন্য জানিয়েছেন । তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনী মাঠে রয়েছে । বর্তমানে ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারে কাজ করছে বলে জানান।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।