সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে চাকুরি জাতীয়করণেরদাবীতে নকল-নবীসদের কলম বিরতি

অনলাইন ভার্সন
মে ২০, ২০১৯ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভোলাহাটে নকল-নবীসদের চাকুরি জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলম বিরতি কর্মসূচী পালিত হয়েছে। ১৯ মে হতে ২০ মে পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা-মোহরার(নকল-নবিস)এসোসিয়েশন ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে এ কলম বিরতি কর্মসূচী পালিত হয়। ১৯ ও ২০ মে ভোলাহাট সাব-রেজিষ্টার

অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলম বিরতিতে ভোলাহাট নকল-নবিস শাখার সভাপতি মোসলেমা, সহসভাপতি মোস্তাফিজুর, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমানসহ সকল নকল-নবিসগণ এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।এর পূর্বে কেন্দ্রীয় ধারাবাহিক কর্মসূচীর মধ্যে ৫ মে হতে ১১ মে পর্যন্ত স্ব স্ব অফিসের

সামনে দুপুর ২টা হতে ৫টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। পর ১১ জুন সকল সাব-রেজিঃ কার্যালয়ে শান্তিপূর্ণ ঘেরাও, ১৭জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, ২৩ জুন ঢাকার আইজিআর অফিসের সামনে অবস্থান ধর্মঘাট ও ২৫জুন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী পালন করবে বলে কলম বিরতি কর্মসূচী পালন কালে স্থানীয় নকল-নবিস নেতারা জানান।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।