ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া বাড়বে না রেলে, টিকিট মিলবে অনলাইনে

khobor
মে ৩০, ২০২০ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের কারণে দুইমাসের বেশি সময় বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হচ্ছে রেল চলাচল। অন্যান্য পরিবহনে যাত্রী ভাড়া বাড়ানোর কথা উঠলেও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলের ভাড়া বাড়বে না। টিকিট কাটতে ভোগান্তি দূর এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।

শনিবার রেলভবনের সম্মেলন কক্ষ যমুনায় করোনা পরবর্তী রেল চলাচলের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘অন্যান্য গণপরিবহন অর্ধেক যাত্রী নেবে তাই ভাড়া বাড়ছে। তবে আমরা রেলের ভাড়া বাড়াচ্ছি না। রেলে একটু বেশি ভিড় হবে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা পুরো টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রবিবার থেকে আট জোড়া রেল ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে। এসব রেলের অর্ধেক টিকিট বিক্রি করা হবে।

এর আগে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য পরিবহনের জন্য লাগেজ ট্রেন বা পার্সেল ট্রেন চালু করে সরকার।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।