ঢাকাশনিবার , ২৭ মার্চ ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক

অনলাইন ভার্সন
মার্চ ২৭, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডব্লিউ ডব্লিউ ফেসবুক ডট কমে প্রবেশ করলেই ‘দিজ সাইট ক্যান নট বি রিচড’ লেখা আসছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে লগইনে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। যারা মোবাইল ফোনে আগে থেকেই লগইন করেছিলেন তাদের নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না। ম্যাসেঞ্জার ব্যবহারেও একই সমস্যা দেখা দিয়েছে। ম্যাসেজ অথবা ছবিও পাঠাতেও সমস্যা হচ্ছে অনেকের।

শনিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার পরও পর্যন্ত একই সমস্যা দেখা যায়। রাজধানীর শনির আখড়া এলাকায় বসবাসকারী আসিফ খান রাজ আরটিভি নিউজকে জানান, ফেসবুক মোবাইল অ্যাপে পুরাতন পোস্টগুলোই দেখতে পাচ্ছেন। কোনও পোস্টের ভেতরে প্রবেশ করলে তা লোড হচ্ছে না। মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের বাসিন্দা মিনহাজুল আবেদীন অয়নও একই কথা বলেছেন।

অন্যদিকে চট্টগ্রামের বহদ্দারহাটের ব্যবসায়ী সাইফুল আলম রিপু জানিয়েছেন লগইনের সমস্যার কথা। সিলেটের শাহপরাণ এলাকার বসবাসকারী হাসান আহমেদের অভিযোগ একই রকম।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান জানিয়েছেন, তাদের অফিস বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কিছুই জানা নেই তার।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।